চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড মুকুন্দসার গ্রামে কিশোর গ্যাংয়ের উৎপাত!
বিশেষ প্রতিনিধি:-
চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড মুকুন্দসার গ্রামে গত ৫ ই আগস্ট এর পর থেকে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত ও মাদকের নগ্ন ছায়া !
ভদ্রসমাজের হাঁটাচলা কিংবা অবসর যাপনের উন্মুক্ত স্থানগুলোতে কিশোর গ্যাংয়ের উৎপাত অসহনীয় হয়ে উঠেছে। ফলে এসব স্থানে ভদ্রসমাজের সমাগম অনেকটাই কমে আসছে। এদিকে পুলিশী অভিযানে এসব কিশোর গ্যাং সদস্য আটক হলেও রাজনীতিক ততবির আর দরবার পার্টির মাধ্যমে তারা সহযেই ছাড়া পেয়ে যায়। পরে ওই দরবার পার্টির মধ্যস্থতায় অর্থ লেনদেনের মাধ্যমে ঘটনাগুলো মামলাপর্যন্ত গড়ানোর আগেই সমাধান বা ধামাচাপা দেয়া হয়। তাছাড়া প্রতিটি এলাকায় কিশোর গ্যাংদের রাজনীতিক ‘বড় ভাইদের’ শেল্টার তো রয়েছেই। এসব কারণে পুলিশের তৎপরতা থাকলেও কিশোর গ্যাং দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না।
মাদকদ্রব্য অধিদপ্তরের হিসেবে আগের বছরের তুলনায় গতবছর চাঁদপুরের হাজীগঞ্জে মাদক উদ্ধার এবং আটক কয়েকগুণ বেড়েছে। এতে প্রমানিত হয়, এখানে মাদক ব্যবহার আগের চেয়ে বেড়েছে। এবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের উত্তর অঞ্চলে শান্তি ও ভবিষৎ স্বপ্নকে চোখ রাঙানী দিচ্ছে অপ্রত্যাশিত কিশোর গ্যাং। যাদের কাঁধে ভর করে আগামী রাজারগাঁও সুখ্যাতিকে এগিয়ে নেবার স্বপ্ন দেখছে এ ইউনিয়নের অভিভাবক-শিক্ষক ও সুধিমহল, সেই কিশোর তুর্কিদের বড় একটি অংশ ধাবিত হচ্ছে ‘কিশোর গ্যাং’ নামের নষ্ট পথে। প্রশাসনের কঠোর অবস্থানও কিশোর গ্যাংদের আধিপত্য রোধ করতে পারছে না। উল্টো যতই দিন যাচ্ছে, ততই বাড়ছে কিশোর গ্যাংয়ের সংখ্যা এবং তাদের তৎপরতা। বর্তমানে হাজীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি এলাকাতেই একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তাদের সন্ত্রাসী তৎপরতায় উদ্বিগ্ন আর আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে স্কুল-কলেজ পড়ৃয়া শিক্ষার্থীদের অভিভাবক মহলে।