
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সখীপুর থানার ওসি আবুল কালাম ভূইয়া
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূইয়াকে মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর)সকালে টাঙ্গাইল জেলা পুলিশ লাইন ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে জেলা পুলিশ সুপার (এসপি)শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করেন।
এ অনুষ্ঠানে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো আবুল কালাম ভূইয়াকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
গত সেপ্টেম্বর মাসের পেশাগত দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,ওয়ারেন্ট তামিল মাদক নিয়ন্ত্রণ, নির্বিগ্নে দুর্গাপূজা উদযাপন, মামলার আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন পর্যালোচনা করে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এসময় সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূইয়া উপস্থিত হয়ে মান্যবর পুলিশ সুপার (এসপি) এর কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করেন।
এ সময় জেলার সিনিয়র এএসপি ও সহকারী অফিসার উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূইয়া জানান,থানায় কর্মরত সকলের সার্বিক সহযোগিতায় এ শ্রেষ্ঠত্ব।ভবিষ্যতে সকলের সহযোগিতায় এ সম্মান অক্ষুন্ন রাখার চেষ্টা করবো।