1. live@marshalmedia24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.marshalmedia24.com : মার্শাল মিডিয়া :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

টাঙ্গাইল সখিপুরে দ্বিতীয় শ্রেণীর এক মাদরাসার ছাত্রী ধর্ষণের শিকার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সখিপুরে দ্বিতীয় শ্রেণীর এক মাদরাসার ছাত্রী ধর্ষণের শিকার

মোঃ মেরাজ শিকদার,
ঢাকা ব্যুরো প্রধানঃ

আর চকলেট খাবো না, ঠিক এভাবেই শিশু হাবিবা মা আর্জিনা আক্তারকে বলছিলেন। চকলেটের প্রলোভন দেখিয়ে চাচাতো মামা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করে। টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমাবংকী তালুকদার পাড়া এলাকায় শ্রমিক দলের কর্মী বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থী শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। মঙ্গলবার (১৪অক্টোবর)সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার বিবরণে পুলিশ সূত্রে জানা যায়,ভুক্তভোগী শিশু উম্মে হাবিবা(১০)তালুকদার পাড়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনা দিন সকালে মা কাজে ব্যস্ত থাকায় হাবিবা একাই মাদ্রাসায় রওনা হয়।হাবিবা মাদ্রাসার কাছাকাছি প্রতিমা বংকী পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পৌছালে নির্জন গজারী বনের ভিতরের নিয়ে জোর পূর্বক শ্রমিক দলের নেতা ধর্ষণ করে।
পরে হাবিবা মাদ্রাসায় উপস্থিত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।তাৎক্ষনিক মাদ্রাসার শিক্ষক উজ্জ্বল মিয়া, তার মাকে খবর দিলে শিশু হাবিবা মায়ের কাছে সব খুঁলে বলে।ভুক্তভোগীর বাবা সজীব মিয়া বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে।শিশুটির স্বাস্থ্য পরীক্ষার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার আমজাদ আলীর ছেলে ফজলু মিয়া(৪০)পলাতক রয়েছে। এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো আবুল কালাম ভূইয়া জানান,এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও বলেন, দ্রুত আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট