1. live@marshalmedia24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.marshalmedia24.com : মার্শাল মিডিয়া :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় ৬৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের খানসামায় ৬৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে বিশেষ অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে খানসামা থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ আকিবুল ইসলাম ওরফে আজাদ (৫০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অভিযানে আসামির বসতবাড়ির শোবার ঘরে রাখা একটি সবুজ রঙের স্টিলের ট্রাংক থেকে বিশেষভাবে মোড়ানো ১৭টি পোটলা উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫টি পোটলার প্রতিটির ওজন ৪ কেজি করে মোট ৬০ কেজি এবং বাকি ২টি পোটলার প্রতিটির ওজন ৩.৭ কেজি করে মোট ৭.৪ কেজি। সবমিলিয়ে উদ্ধারকৃত গাঁজার ওজন দাঁড়ায় ৬৭.৪ কেজি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী কার্যক্রমে তারা সর্বদা সচেষ্ট এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট