1. live@marshalmedia24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.marshalmedia24.com : মার্শাল মিডিয়া :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

গীতিকবি সাইফুল ইসলাম বারীকে সংবর্ধনা স্বারক প্রদান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

গীতিকবি সাইফুল ইসলাম বারীকে সংবর্ধনা স্বারক প্রদান

মোঃ মেরাজ শিকদার,
বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুর উপজেলার ঐতিহ্যবাহী ইছাদিঘী বাজার মাঠে আবাবিল যুব সংঘের উদ্যোগে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় শুরু হওয়া এ খেলায় অংশ নেয় ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় ও ইছাদিঘী দাখিল মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
খেলায় দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় দল ৪-০ গোলে ইছাদিঘী দাখিল মাদ্রাসাকে পরাজিত করে। খেলা দেখতে মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতি দেখা যায়। খেলার প্রতিটি গোলেই দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি ও সাংবাদিক সাইফুল বারী। আয়োজকদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা স্বারক প্রদান করা হয়।
সাইফুল বারী বলেন, “ইছাদিঘীর মাঠ আমার শেকড়, আমার শৈশবের আবাস। এই আয়োজন শুধু একটি খেলা নয়, এটি ভ্রাতৃত্ব ও ভালোবাসার মিলনমেলা। খেলাধুলা তরুণদের স্বপ্ন গড়তে সাহায্য করে—আর সেই স্বপ্নই সমাজকে এগিয়ে নিয়ে যায়।”
আয়োজক কমিটির নেতারা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থধারায় গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট