
ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন বরিশালের তরুণ স্বেচ্ছাসেবী মো: সিফাত ই মঞ্জুর রোমান
জাতীয় পর্যায়ে অনন্য অর্জনের স্বীকৃতি হিসেবে বরিশালের তরুণ স্বেচ্ছাসেবী মো: সিফাত ই মঞ্জুর রোমান অর্জন করেছেন ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫। রাজধানীর মালিবাগের ফোর-স্টার হোটেল স্কাই সিটিতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এ মর্যাদাপূর্ণ সম্মাননা তুলে দেওয়া হয়।
সামাজিক পরিবর্তন, স্বেচ্ছাসেবক নেতৃত্ব এবং তরুণদের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। সিফাত প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, যা শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি ব্যক্তিত্ব, সমাজকর্মী, সামাজিক উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এবারে ২০টি ক্যাটাগরিতে মোট ৫০ জনকে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
এর আগে সিফাত অর্জন করেছেন ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৩ এবং বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড।
পুরস্কার গ্রহণ শেষে সিফাত বলেন,
“এই স্বীকৃতি কেবল আমার নয়, বরং বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীর। যারা নিরলসভাবে সমাজ পরিবর্তনের জন্য কাজ করছে, এই সম্মান তাদের প্রত্যেকের জন্য। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ তরুণরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে।”
তিনি আরও জানান, প্রায় আট বছর ধরে তিনি স্বেচ্ছাসেবী কাজে যুক্ত আছেন। স্থানীয় পর্যায়ের ছোট উদ্যোগ দিয়ে শুরু করলেও এখন তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে কাজ করছেন। তাঁর নেতৃত্বে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করছে। বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ কমানো, সচেতনতা সেশন এবং টেকসই উন্নয়নকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে জলবায়ু আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন।
পরিবারের সমর্থন তাঁর স্বেচ্ছাসেবী যাত্রায় বিশেষ ভূমিকা রেখেছে। অ্যাওয়ার্ড প্রাপ্তির পর পরিবার আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে গর্ব প্রকাশ করে। তাদের মতে, এটি শুধু সিফাতের নয়, বরং বরিশাল ও বাংলাদেশের তরুণদের জন্য এক গর্বের অর্জন।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সিফাত বলেন, তিনি তরুণদের আরও বেশি স্বেচ্ছাসেবায় সম্পৃক্ত করা, নতুন নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করতে চান। বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে দেশব্যাপী তরুণদের ঐক্যবদ্ধ করাই তাঁর অন্যতম লক্ষ্য। এ ছাড়া তিনি চান প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনকে দেশের প্রতিটি জেলায় বিস্তৃত করতে।
শিক্ষাজীবনে তিনি ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেছেন।