
নরসিংদীর ঘোড়াদিয়া পশ্চিম পাড়া মোল্লাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ এর শুভ উদ্বোধন
আবু নাঈম রিপন:নরসিংদী।।
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া পশ্চিমপাড়া মোল্লাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। ১০ই অক্টোবর শুক্রবার বাদ আসর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব এবং অত্র মসজিদের পরিচালনা পরিষদ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।